শিরোনাম :
সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন এবং রাজনৈতিক প্রসঙ্গ। গুলশান আবাসিক এলাকার সকল ফুটপাত এখন বিএনপির দখলে। পজিশন বিক্রির মাধ্যমে বছরে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।সিটি কর্পোরেশনের নীরব ভূমিকা। শাবনুরের উসকানিতেই সামিরার নেতৃত্বে সালমান শাহ # খুন হয়ে যান। ভারতের বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানুর জন্মের শিকর বাংলাদেশের বিক্রম পুরে। রায়পুরায়,আমিরগঞ্জে জনতার দেশ পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার এতিম ছাত্রদের শীতের উপহার সামগ্রী বিতরণ। রাজধানীতে আগ্নেয়াস্ত্র সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৩৭ নেতা কর্মী গ্রেফতার। আওয়ামীলীগের রাজনীতিতে নতুন চমক, ফিরে আসবে বীর দর্পে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের বাস্তবতা বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আমার বাবা কর্নেল তাহের——স্মৃতিচারণে জয়া তাহের
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানকৃত মালামাল উদ্ধার সহ ০৩ জন চোরাকারবারী গ্রেফতার:

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ক্রাইম রিপোর্টার:

গত ০৫/১০/২০২৫খ্রিঃ ২৩:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা বি,বাড়িয়া (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানাধীন পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশ হতে ০৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ১। Big Color আতসবাজি – ২৬০ প্যাকেট, ২. Fancy আতসবাজি – ৭০৬ প্যাকেট, ৩. Kitkat আতসবাজি – ২৭০ প্যাকেট, ৪. Colour koti আতসবাজি ৬২ প্যাকেটসহ সর্বমোট- অনুমান ৪,২৫,৮৬০ (চার লক্ষ পঁচিশ হাজার আটশত ষাট) টাকা মূল্যের ভারতীয় আতশবাজি এবং একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। হৃদয় খান (২৬)
পিতা-মোঃ বাবুল খান
মাতা-বিলকিছ বেগম
২। মোঃ আল আমিন (৪০)
পিতা-মৃত মোঃ জমির আলী
মাতা-নেহারা বেগম
উভয় সাং-রানিয়ারা বিষ্ণুপুর
পূর্বপাড়া, ওয়ার্ড নং-০৭, পোঃ কুটি
৩। মোঃ মনির হোসেন (৩৫)
পিতা-মৃত মঙ্গল সদাগর
মাতা-হাসেনা আক্তার
সাং-মাইজখার, উত্তরপাড়া, ওয়ার্ড নং-০৮, পোঃ মাইজখার
সর্ব ইউপি-কুটি
থানা-কসবা,
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

অপর এক অভিযানে অদ্য ০৬/১০/২০২৫খ্রি. তারিখ বেলা ১২.৩৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০২(দুই) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ লিটন মিয়া (৪৬), পিতা- মোঃ মহন মিয়া,সাং-গোসাইপুর(রাধানগর),থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বি,বাড়িয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category