হুমায়ুন কবির জুসেল।
গাংনী প্রতিনিধি।
আজ সকাল এগারটার দিকে গাংনী বাজারে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটনের সমর্থকরা এবং সাবেক এমপি আমজাদ হোসেনের সমর্থকরা মিছিল বের করেন।পরে দুই গ্রুপের ধাওয়া – পাল্টা ধাওয়া হয়।এক পর্যায়ে জাভেদ মাসুদ মিলটন এর সমর্থকরা আমজাদ হোসেনের অফিসের সামনে ৮ টি মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর এবং অফিসে হামলা করে। পরবর্তীতে আমজাদ হোসেনের সমর্থকরা জাভেদ মাসুদ মিল্টনের অফিস ভাঙচুর করে। ধানের শীষের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। গাংনী এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাবেক এমপি আমজাদ হোসেন ও আসাদুজ্জামান বাবলু সহ নেতাকর্মীবৃন্দ প্রতিবাদ মিছিল করেন।